বাচ্চা নষ্ট করার ট্যাবলেট এর নাম।বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়
বাচ্চা নষ্ট করার ট্যাবলেট এর নাম : অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিয়ে প্রত্যেক দম্পতিই দুশ্চিন্তায় থাকেন। বাচ্চা নিতে আগ্রহী না থাকা সত্বেও অনেক সময় ভুলক্রমে বাচ্চা গর্ভে চলে আসে। তখন চায় যে বাচ্চা কে নষ্ট করতে বা গর্ভপাত করতে। সেই সময়ই চিন্তা করে কি করলে বা কি ঔষধ খেলে বাচ্চা Miscarriage হবে।
বাচ্চা নষ্ট করার ট্যাবলেট এর নাম
বাচ্চা নষ্ট করার ট্যবলেট আমরা তখনই খুঁজি যখন অনাকাঙ্ক্ষিত বাচ্চা গর্ভধারণ করে ফেলে। এর মূল কারণ হচ্ছে সতর্কতা এবং সহবাসের সময়কোন প্রটেকশন ব্যবহার না করা। আবার অনেকের দেখা যায় যে, তাদের কাঙ্ক্ষিত বাচ্চা গর্ভধারণের পর আপনা আপনি সেটা গর্ভপাত হয়ে যায়। এতে স্বামী স্ত্রী দুজনেই ব্যাতিত হন।কি খেলে পেটের বাচ্চা নষ্ট হয়?
বাচ্চা নষ্ট করার থেকে আগে থেকেই সতর্ক থাকা উচিত। যদি বাচ্চা নিতে অনিচ্ছুক থাকেন তাহলে সহবাসের সময় প্রটেকশন ব্যবহার করা উচিৎ। যদি না ব্যবহার করা হয় তাহলে আরেকটি মাধ্যম হচ্ছে গর্ভনিরোধক ট্যাবলেট সেবন করা। বাজারে অনেক ধরনের গর্ভনিরোধক ট্যবলেট রয়েছে যা সহবাসের পর সর্বোচ্চ ৫ দিনের মধ্যে ট্যাবলেট খেলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে বেচে থাকা যায়।১৫ দিনের বাচ্চা নষ্ট করার ট্যাবলেট এর নাম
বাচ্চা নষ্ট করার জন্য গর্ভবতী নারীরা বিভিন্ন ঔষধ খেয়ে থাকেন তবে এরমধ্যে সব থেকে জনপ্রিয় কার্যকরি ঔষধের নাম হচ্ছে M M Kit (এম এম কিট)। এম এম কিট খাওয়ার নিয়ম রয়েছে, যদি সেই নিয়ম না জেনে থাকেন বা সেই নিয়ম অনুযায়ী না খান তাহলে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভবনা কম। এই এম এম কিট গর্ভবতী হওয়ার সর্বোচ্চ ৬৩ দিন বা ৯ সপ্তাহের মধ্যে খেতে হবে। এর বেশি হয়ে গেলে আর কাজ করবে না।M M kit সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই আর্টিক্যালটি পড়ুনঃ এম এম কিট কি? এম এম কিট খাওয়ার সঠিক নিয়ম।
এক মাসের বাচ্চা নষ্ট করার ঔষধ
গর্ভধারণের এক মাস হয়ে গেলে যদি বাচ্চা গর্ভপাত করাতে চায় বা গর্ভের বাচ্চা নষ্ট করতে চায় তাহলে ২ টা প্রক্রিয়া আছে।১। এম এম কিট ট্যাবলেট সেবনের মাধ্যমে বাচ্চা গর্ভপাত করা বা বাচ্চা নষ্ট করা।
২। একমাসের মধ্যে isovent 200 mcg ট্যাবলেট ৩ টা একসাথে খেতে হবে। তাহলে ইনস্ট্যান্ট মাসিক আরম্ভ হয়ে যাবে। বাচ্চা নষ্ট হয়ে যাবে।
দুই মাসের বাচ্চা নষ্ট করার ঔষধের নাম কি
গর্ভধারণের পর যদি বাচ্চার বয়স ২ মাস না হয় তাহলে আগের মতই এম এম কিট খেতে পারবেন। এম এম কিট খাওয়ার সর্বোচ্চ সময় হচ্ছে দুই মাস। দুই মাস পার হয়ে গেলে আর কাজ হবে না। যত দ্রুত খাবেন তত দ্রুত কাজ করবে।আবার যদি গর্ভধারণের এক মাস অতিবাহিত হয়ে যায় তাহলে isovent 200 mcg ট্যাবলেট ৩ টা একসাথে খেতে হবে এবং ২ টা যোনিতে প্রবেশ করাতে হবে।
এই ধরনের ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।
আরো পড়ুনঃ প্রেগন্যান্সি টেস্ট কিট এর নাম ও দাম এবং ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করার উপায়
৩ মাসের বাচ্চা নষ্ট করার উপায়
গর্ভাবস্থার ২ মাস অতিবাহিত হওয়ার পর কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে গর্ভপাত করাবে বা বাচ্চা নষ্ট করে দিবে তাহলে তখন একমাত্র উপায় হল সার্জিক্যাল গর্ভপাত। সেটা শুনে অনেকেই ভয় পেতে পারেন। গর্ভপাত করানোর জন্য সবথেকে ভাল উপায় হচ্ছে ঔষধ সেবন। প্রাথমিক ভাবে ৭২ থেকে ১২০ ঘন্টার মধ্যে জন্মনিরোধক পিল তা সম্ভব না হলে বা সময় অতিবাহিত হয়ে গেলে ২ মাসের মধ্যে এম এম কিট খাওয়াই হল বাচ্চা নষ্ট বা গর্ভপাতের সব থেকে ভাল মাধ্যম।সার্জিকাল গর্ভপাত না করে কীভাবে গর্ভাবস্থা বন্ধ করা যায়
২ মাস অতিবাহিত হয়ে গেলে কোনও ধরণের গর্ভপাত না করে গর্ভাবস্থা বন্ধ করা বা বাচ্চা নষ্ট করার কোন উপায় নেই। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে যা অস্ত্রোপচারের হস্তক্ষেপের কোন প্রয়োজন ছাড়াই গর্ভাবস্থা বন্ধ করতে কার্যকর প্রমাণিত হতে পারে। এইগুলো হল:
১. মেডিকেল গর্ভপাত
২. ভেষজ গর্ভপাত
৩. রাসায়নিক পদ্ধতি
৪. প্রোস্টাগ্ল্যান্ডিন পদ্ধতি
৫. স্যালাইন জল পদ্ধতি
আরো পড়ুনঃ গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়। গর্ভাবস্থায় বমির ট্যাবলেট এর নাম
৩ মাসের বাচ্চা নষ্ট করার ঔষধের নাম কি?
গর্ভাবস্থার ৩ মাস অতিবাহিত হয়ে গেলে তখন আর এমএম কিট ঔষধ কাজ করেনা। তবে isovent 200 mcg ট্যাবলেট ৩ টা খেতে হবে র ২ টা যোনি এর মধ্যে প্রবেশ করাতে হব। ইনস্ট্যান্ট সমাধান পেয়ে যাবেন।৪ মাসের বাচ্চা নষ্ট করার ট্যাবলেট এর নাম
৪ মাসের বাচ্চা নষ্ট করার উপায় হচ্ছে সার্জিক্যাল গর্ভপাত। তবে Isovent 200 mcg ট্যাবলেট টি খেতে পারেন। আগের নিয়ম অনুযায়ী ৩ টা খাবেন আর ২ টা যোনিতে প্রবেশ করাবেন।
বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়?
গর্ভপাতের পর নারীদের শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। কোন ঔষধ খেলে সেই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ বিভিন্ন সমস্যা দেখা দেয়। গর্ভপাতের পর দু এক দিন বমিভাব, সপ্তাহখানেক তলপেটে ব্যথা, দুই সপ্তাহ থেকে মাসখানেক প্রজনন অঙ্গে রক্তক্ষরণ, কয়েক সপ্তাহ বিষণ্নতা, মাসিক বন্ধ হয়ে যাওয়া এবং গর্ভাবস্থার স্থায়িত্ব চার সপ্তাহের বেশি হলে স্তনে দুধও আসতে পারে।
Protek mase jeto tarikh priode thake r 6 din por priode hoye jay. November er 11 tarikh priode hoy..then r priode hoyni.December er 11 tarikh jokhn priode er date silo tokhn sohobas kora hoyesilo er por abong age sohobas kora hoyni.akhn ki pregnant howr somvabona ache pls janaben.amr priode regular silo.just e br e irregular hocche...r jodi pregnant jodi hoyeo jai amr akta 1 year er choto bacca ache breastfeeding kore.akhn ki owsud ta khele priode ta hoye jabe.aktu janaben pls
Apnk age test kore sure hote hobe positive ki na. Positive hole khete paren. Tobe jehetu bacca ase seketre doctor er sate poramorso kore khawa uchit.
গত মাসের ১৩ /১২/২০২২ ইংরেজি
মাসিক হয়ে ছিল কিন্তু ১৪ /০১/ ২০২৩ এখন ও হয়নি কি করনিও
মাসিক অনেক সময় দেরিতে হতে পারে। আপনি সর্বোচ্চ ৩৫ দিন অপেক্ষা করুন৷ অর্থাৎ আরো ৫-৬ দিন অপেক্ষা করুন। আশা করি হয়ে যাবে। ঠিক মত খাবার খাবেন পুষ্টিকর খাবার। টাইম টু টাইম সব করবেন।
Vaiya 4 maser baccha nosto korte ki osud khayte hobe & kon osude opokar jugi jodi help korten onknupokar hoto
ভাই পিরিওড শেষ হওয়ার পর সহবাস হয়েছে তার পরের দিন একটা নোরিক্স ১ট্যাবলেট খাওয়া হয়েছে। তার এক সপ্তাহ পর 3দিন ব্লাড গেছে। এখন পিরিয়ডের সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু 7দিন কিন্তু পিরিওড শুরু হয়নি। এখন কি পেগনেঞ্চি হওয়ার সম্ভাবনা আছে?
এটা শিউর করে তো বলা যায় না। এর জন্য প্রেগন্যান্সি টেস্ট করে দেখুন। সব থেকে ভাল হবে।
Vai amar 8 Tarik masik hoy ni a mase test Kore demi results posstive asce akn baby neya amr pokke somvob na ki korbo
Aktai upay ase ta holo...m m kit.. Khawa.... M M Kit.. Somporke bistarito likha ase...website a dekhe nen..
Jehetu positive bacca rekhe dilei valo. Evabe bacca nosto kora gunah..
Jani kintu upay nai mm kit Kaj korbe to
Hmm..Kaj korbe
Thanks vaiya
Vaiya mm kit AR 4 ta tablet kawar por 2 gonta por sada serab hocce but roktto ber hcce na kno
Ami kicu bujteci na bacca ta nosto hcce ki na rokto sure hbe na ki
অপেক্ষা করুন। ৩-৪ দিন অপেক্ষা করুন। তখন দেখেন কি অবস্থা হয়
Vai amr roktto ber hoice hocce ....koto din rokto ber hbe r koto din por porikka korlle thik result pabo
সাধারণত ৪-৫ দিন পর্যন্ত বের হতে পারে। এক সপ্তাহ পর টেস্ট করেন।
Vai bacca nosto korar kotodin por masik hbe
Nirdisto kore bola muskil..onk smoy onek late hoy...osud er effect er karone..
ঔষধ কোথায় পাবো, আমার খুব দরকার, আজকের মধ্যেই, আমি মিরপুরে থাকি, আশেপাশে কোথায় পাবো?
যে কোন ফার্মেসিতে পাবেন।
ভাই আমার একটা ভুল হয়ে গেছে ,এখন ঔষধ খাওয়ানো হয়েছে, এবং মিনস ও হয়েছে কিন্তু টেস্ট করার পর এক দাগ ওঠে, এবং চার পাচ মিনিট পর আরেকটা দাগ হালকা ভাবে উঠে ,তাহলে কি কোন সমস্যা হবে ,প্রথম তিনদিন কিন্তু অনেক ব্লাডিং হয়েছে,এখন কি কোন রিক্স আছে?
মনে হয়না কোন রিস্ক আছে। যেহেতু পিরিয়ড ও হয়েছে। আপনি ৪-৫ দিন পর আবার টেস্ট করে দেখেন। কি অবস্থা।
ভাইয়া আমার দুই মাস আপ প্রেগনেট হঠাৎ ব্লিডিং হয় ডাক্তার দেখাইছি ঔষধ পাতি দিল কিন্তু মিন্স হয় না ময়লা কাটে ডাক্তার বলছে বাচ্চা টিকবে না এখন কি করব বলবেন 🙏🙏🙏
প্রেগন্যান্ট হলে তো মিন্স হয়না। তবে ব্লেডিং এর জন্য বাচ্চার সমস্যা হতে পারে। যেহেতু ডাক্তার ঔষধ দিছে। ঔষধ গুলো ঠিকমত খান দেখেন কি অবস্থা হয়।
আমাকে আপনাদের নাম্বার টা দেওয়া যাবে আমি একটু সরাসরি কথা বলতে চাই
আপনি আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন
আপনার ফোন নাম্বারটি দিবেন প্লিজ ভাইয়া,,
সরি ভাইয়া ! আপনি আমাদের পেসবুক পেইজে মেসেজ দিতে পারেন
Facebook name ki
যোগাযোগ পেইজে ঢুকলে পাবেন।
আমার স্ত্রী বর্তমানে অধ্যায়নরত। অসাবধান বসত কনসিভ করছে,৩ মাস হচ্ছে!এখন সে বেবি নিতে ইচ্ছুক না!সেই ক্ষেত্রে কার্যকর একটি ঔষধের নাম বলা যায়!যার দ্বারা গর্ভনিরোধ করা যায়!!
৩ মাস হয়ে গেলে আর কোন ঔষধে কাজ হবেনা। সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তা ছাড়া ৩ মাস হয়ে গেছে বাচ্চা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এটা নষ্ট করা মারাত্মক গোনাহ হবে। রেখে দেন ভাল হবে।
ভাইয়া আমার স্ত্রী ৩ মাসের প্রেগন্যান্ট সে এখন বাচ্চা রাখতে চাচ্ছে না এ জন্য ৩ দিনসে এম এম কিট ও খেয়েছে । কিন্তু এখনও ভিতর থেকে কিছুই বেড় হয় নাই , এখন সে কি করবে বলেন ভাইয়া প্লিজ বলেন
এই ঔষধ টা ২ মাসের বেশি হলে কাজ করবেনা। ২ মাসের মধ্যেই খেতে হবে। যেহেতু সময় বেশি হয়ে গেছে তাই হয়তো কাজ করছে না। আপনি ডাক্তার না দেখিয়ে ৩ দিন কিভাবে খেল। এটা তো আরো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।আপনি সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করুন।
আমার স্বামির সাথে পিরিয়ড থাকা অবস্থাই সহবাস হয়চে,তখন ১৯ তারিখ ছিলো,কিন্তু আমি কোনো ওষুধ খায়নি,পরে সিদ্ধান্ত নেওয়া হলো কোনো প্রটেকশন ছাড়াই হলো,যদি বাচ্চা হয়ে যায়? তাই ৯ দিন পর থেকে ফিল খাওয়া শুরু করি,ফিল খাওয়া সাদা ২১ তা শেষ হয়ে লাল গুলো ২টা শেষ হলো,পিরিয়ড এর সময় ও পিচিয়ে গেচে ১ সপ্তাহ, এখন আমি কি করবো
পিরিয়ড অবস্থায় সহবাস করছেন এটা মারাত্মক গোনাহ । ডাক্তার ও নিষেধ করেন এতে রোগ জীবাণু তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর পিল খাইতেছেন এটা খাওয়ার নিয়ম না জেনেই। আপনি আগে প্রেগন্যান্সি টেস্ট করে দেখেন কি অবস্থা।
ভাইয়া 3 মাসের প্রেগন্যান্ট আমার স্ত্রী,,এখন এটা রাখতে চাচ্ছে না সে,,এটার জন্য এখন কি করা যায়??এটার জন্য কি কোন ট্যাবলেট আছে??
দুইমাসের মধ্যে হলে ঔষধ ছিল যা ২ মাসের মধ্যে খেতে হয়। যেহেতু ২ মাসের বেশি হয়ে গেছে তাই এই ঔষধ এখন আর কাজ করবেনা। আপনাকে সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে হবে। হসপিটালে গিয়ে সেখানে ডাক্তারের মাধ্যমে গর্ভপাত করাতে হবে। তবে ৩ মাস হয়ে গেছে বাচ্চা তো বড়ই হয়ে গেছে। রেখে দিন। এই গুলো অনেক বড় গোনাহ।
আমার স্ত্রী অধ্যয়নরত, ভুল বসতো কনসিভ করেছে ১ মাস হচ্ছে,,,এখন আমরা বাচ্চা নিতে চাচ্ছি না। কিভাবে বাচ্চা নষ্ট করব
প্লিজ একটু বলুন।
Sudhu ki mm kit khelei hobe nki isovent 200 ata o khete hobe??
Sudhu MMKit khelei hobe.
ভাইয়া আমার গর্ভে ৮ সপ্তহের বাচ্চা।প্রথম বাচ্চা তবুও নিতে চাই না এখুনি।MM kit কি খাওয়া যেতে পারে?
৯ সপ্তাহের মধ্যে খেতে হয়। খাওয়ার এখনো সময় আছে খেতে পারেন। তবে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে। এই মুহূর্তে বাচ্চা নষ্ট করা ঠিক হবেনা। বাচ্চা নষ্ট করা মারাত্মক গোনাহের কাজ।
vaia amader akti 3 masher baby ace. Delivery por amar wife er 1st period hoicilo 2712/22
Kintu January 27 e or period hoi ni. Amra 21 tarik milon korci but sperm vitore peli nai.
Akhono period hoi nai tar karon ki
Janaben plz
Akhn uchit...age akta test kore nischit hoa...tarpor somossa ki khuje ber kora... Ai jonno doctor dekhale sb teke valo hobe..na hoy period howar tblt khete paren
period howar tablet ar nam ki
Normens খেতে পারেন
ভাই আমি ২মাসের বাচ্চা নষ্ট করে পেলছি।১৫ দিন হয়েছে। পচুর রক্ত গেছে।এখনো রক্ত বদ্ধ হয় নাই। রক্ত বদ্ধ করার জন্য কি ওষুধ খেলে হবে।।। plz একটু বলেন।।।
আপনি আগে ডাক্তারের কাছে যান। যে কোন ঔষধ খেলে হবেনা। সমস্যা আরো বাড়তে পারে। ডাক্তার দেখিয়ে ঔষধ খান।
এগুলো গুনাহ্ কাজ আর করবে না ওকে
গতমাসে আমি সহবাস করেছি তারপর ইমার্জেন্সি পিল ও খেয়েছি। ৫তারিখ আমার পিরিয়ডের ডেট কিন্তু সাদাস্রাব যাচ্ছে। আমার প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে?
মনে হচ্ছে না। তবে নিশ্চিত হওয়ার টেস্ট করে দেখতে পারেন।
আসসালামু আলাইকুম,
ভাই প্রটেকশন ব্যবহার করেও,২৫ দিন পরে টেস্ট করে এক দাগ উঠছে এখন এখন কি বেবি হওয়ার সম্ভাবনা আছে নাকি বুঝতে পারছি না
এক দাগ আসলে নেগেটিভ। প্রেগন্যান্সির সম্ভবনা নেই।
স্যার আমার ৭ মাসের বাচ্চা আছে, আমি ভুলবসত আবার কনসিভ করে ফেলেছি, ৭৮ দিন হয়ে গেছে, এখন কি এম এম কিটে বা কোন ঔষুধে কাজ হবে?
স্যার আমার ৭ মাসের বেবি আছে, আমি ভুলবসত আবার কনসিভ করে ফেলেছি।৭৮ দিন হয়ে গেছে। এখন ওষুধের মাধ্যমে নষ্ট করতে পারবো?
এখন আর ঔষধে কাজ হবে না। এখন হাসপাতালে গিয়ে সার্জিক্যাল গর্ভপাত করাতে হবে
ভাই আমার বৌ এর মাসিক হওয়ার কথা জানুয়ারি ২৬ তারিখে আজ ফেব্রুয়ারি এর ৭ তারিখ এখন ও মাসিক হয়নি, আমি টেস্ট করার একটা কাড আনলাম একদাগ উঠেছে, কিন্তুু তার মাসিক হতে আছে না, বমি বমি ভাব হয় আমরা এখন বাচ্চা নিতে চাইতে আছেি না এখন কী করমু? এটা ভালো উপায় বলে দেন প্লিজ ভাই
ভাল করে আবার টেস্ট করুন। যদি এক দাগই আসে তাহলে প্রেগন্যান্ট না। পুষ্টিকর খাবার খাওয়ান। আর যদি অন্য কোন সমস্যা মনে করে তাহলে ডাক্তার দেখিয়ে ঔষধ খাওয়ান। তাহলেই হবে।
এখন আড়াই মাসের প্রেগন্যান্সি,এখন কি সার্জিক্যাল গর্ভপাত ছাড়া শুধু মাত্র ঔষধ সেবনের মাধ্যমে গর্ভপাত করানো যাবে?গেলে কি ভাবে?
দুই মাসের মধ্যে হলে ঔষধে সম্ভব ছিল এখন আর সম্ভব না। সার্জিক্যাল গর্ভপাতই করতে হবে
ভ্যাজাইনাল সেক্স করা হয় নাই। কিন্তু যোনীতে বীর্য লেগে গেছে । গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে কি??
যদি বীর্য ভিতরে যায় তাহলে সম্ভবনা আছে আর ভিতরে না গেলে সম্ভবনা নেই
ভাই, আমার জানুয়ারি 04/2023 এ মাসিক শুরু হয় আর 19 জানুয়ারি পোটেকশন ছাড়া সহবাস হয়। এখন 08/02/2023 আমার মাসিক শুরু হয় নি তাই টেস্ট করি।দুই টা দাগ আসে একটা হালকা আর একটা গাঢ়। কিন্ত আমি এখন বাচ্ছা নিতে চাই না। কি করবো যদি পরামর্শ দিয়ে সাহায্য করতেন।
আপনি আবার টেস্ট করুন। শিউর হন আগে প্রেগন্যান্ট কি না। প্রেগন্যান্ট হলে বাচ্চা না রাখতে চাইলে এম এম কিট খেতে পারেন। তবে বাচ্চা নষ্ট করা মারাত্মক গোনাহ হবে।
Test positive but baby nite cai na ki korbo. Goto mase 4tarik period hoichilo. Ai mase akhono hoy nai
M M Kit khete paren. Tobe evabe bacca nosto kora marattok gunah
ভাইয়া আমরা ১৫/০১/২৩ এ মিলন করি কিন্তু কভার ব্যবহার করছি কি হলো বুঝলাম না। গত ৭/০১/২৩ পিরিয়ড হয়চে কিন্তু এই মাসে এখনো হয়নি। আর মাথা ঘুরাই বমি হচ্চে শরীলও দূবল। সেক্ষেত্রে কি করা উচিত।
এখনি করণীয় হল আগে টেস্ট করে নিশ্চিত হওয়া যে প্রেগন্যান্ট কি না।
ভাইয়া আমরা ১৫/০১/২৩ এ মিলন করি কিন্তু কভার ব্যবহার করছি কি হলো বুঝলাম না। গত ৭/০১/২৩ পিরিয়ড হয়চে কিন্তু এই মাসে এখনো হয়নি। আর মাথা ঘুরাই বমি হচ্চে শরীলও দূবল। সেক্ষেত্রে কি করা উচিত।
ভাইয়া আমরা ১৫/০১/২৩ এ মিলন করি কিন্তু কভার ব্যবহার করছি কি হলো বুঝলাম না। গত ৭/০১/২৩ পিরিয়ড হয়চে কিন্তু এই মাসে এখনো হয়নি। আর মাথা ঘুরাই বমি হচ্চে শরীলও দূবল। সেক্ষেত্রে কি করা উচিত।
Vaia Amar age 16 Amar husband sathe Amar 9/2/23 th somporko hoi Ami 13/2/23 th pioli pill khai kinto ekhon porjonto Amar period hoi nai e Amar baby nite parbo na vaia ekhon ki korbo?
Kota hocce...apnr period er somoy hoece ki na....jei pill ta khaisen..eta kotodin er modde khete hoy...sadaronotoo sb guloi 3 din er modde khete hoy..kicu ase..5 din...seta o dekhun.....
Vaia Amar period ER date silo 12/2/23 e AR Ami 5 din ER ta kheasi
Kinto AJ 16/2/23 ekhono hoi nai period ekhon vaia Ami ki Korte pari
Pill khele onk smy period oniyomito hoe jay...tai aktu opekka korun....jodi tension hoy tahole akta test kore nite paren......aktu postikor khabar khan...
জানুয়ারির ১৬ তারিখে পিরিয়ড হয়।
জানুয়ারির ২৫ তারিখে সহবাস হয়।
এখন ফেব্রুয়ারির ১৬ তারিখ এখনো পিরিয়ড হয় নি।
প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হচ্ছে।
এখন কি MM kit ta khawa jabe?
নেগেটিভ হলে খাবেন কেন? এই ঔষধ গুলো অনেক মারাত্মক এই গুলো না খাওয়া ই ভাল। আর আপনি দরকার ছাড়া খাবেন এতে আরো মারাত্মক সমস্যা হতে পারে। আপনি অপেক্ষা করুন।
জানুয়ারির ১৫ তারিখ সহবাস করছি তখন ওষুধ খাইছে। জানুয়ারির ২৫ তারিখে পিরিয়ড হওয়া টাইম।পিরিয়ড হয় নি। প্রেগ্যান্সি টেস্ট করছি পজেটিব আসছে। Cytomis tab 200 ওষুধ খাইছে খাওয়া পরে ২/৩ দিন পেট ব্যাথা করছে এখন ২ দিন হয়ছে পেট ব্যাথা কমে গেছে কিন্তু এখন ও পিরিয়ডে কিছু দেখা যাচ্ছে না। এর করনীয় কি হতে পারে?
আগে আপনি আবার টেস্ট করে দেখেন। এখনো পজিটিভ কি না।
Vai amr wife ste February 5 r 9trik milon kori but r por or period date chilo 11trik 14 trik hoyese akn onar posondo matha bta 5/6din dore .. pregnant howar possibly ache?
Jodi pregnant howar somvobona thake...tahole period hoto na....so Don't worry. Tarpor o sondeho takle..akta test kore dekte paren
Positive ashar 1week por Kun emergency pill khele bhalo Hobe?
Positive howar sorbucco 5 din porjonto pil khawa jay...er por r kono pill nei khawar.
Erpor bacca rakte na chaile MMKit khawate hobe
Positive ashar 1week por Kun emergency pill khele bhalo Hobe?
আমার 17/01/23 তারিখে মাসিক হয়েছিল আর আমরা বিনা প্রটেক্সানে সহবাস করি 07/02/23 তারিখে আর 21/02/23 তারিখে চেক করে দেখি পেটএ বাচ্চা এসেছে কিন্তু আমি বাচ্চা টা নাইট চাইনা ।তাহলে আমার পেটের বাচ্চাটা কতদিনের হলো আর আমি কি ওষুধ খাবো একটু বলবেন প্লিজ
যেদিন সহবাস করছেন তার পর থেকে হিসাব করেন। যদি না চান তাহলে এম এম কিট খেতে পারেন। তবে এভাবে বাচ্চা নষ্ট করা মারাত্মক গোনাহ।
Ami femicon pill khai
18 ta khawar por amr husbend abr birjo falaise.then ami r 9 ta bori khaisi.tahole ami ki pregnent howr somvabona ase?akhn ami badami bori khacci.
arekta que holo
ami ei badami bori khaite khaite ajk 4 ta hoise
ajk skl a hotat kore blood r saty vitor theke akta chamrar koto kisu ber hoye asche
ai jinish ta ki? Asole amk janaben
আসসালামু আলাইকুম। স্যার আমার জানুয়ারিতে মাসিক হয়েছে কিন্তু ফেব্রুয়ারী তে হয়নি তারপর পেরগনিসি টেস্ট করে দেখি যে একটা দাগ গাঢ় গোলাপী এবং অন্যটি হালকা তারমানে আমি প্রেগনেট কিন্তু এখন আমি বাচ্চা নিতে চাচ্ছি না এখন আমি কি করবো
বাচ্চা না নিতে চাইলে ঔষধ আছে তা খেতে পারেন।নাম "এম এম কিট" তবে বাচ্চা নষ্ট করা মারাত্মক গোনাহ। তার চেয়ে ভাল হবে রেখে দেন।
প্লিজ হেল্প
আমি মিলনের পর বীর্যপাত এর সময় বীর্য বাইরে ফেলছি । এখন কি প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে
যদি ভিতরে পরে থাকে হালকা ও তাহলে সম্ভবনা রয়েছে অন্যথায় নেই।
আমার ১ফেব্রুয়ারি মাসিকের ডেট ছিল। এই মাসে এখনো হয়নি।২০তারিখের দিকে উত্তেজনাবশত বীর্য যোনিপথের কাছাকাছি নিতম্বে পড়ে(সেক্স করা হয়নি কখনো তাই ভার্জিন)। কয়েকদিন ধরেই মাথাব্যথা কোমড় পা ব্যথা,এবং সাদাস্রাব হচ্ছে। এটা কি পিরিয়ডের লক্ষন নাকি প্রেগনেন্সি টেস্ট করবো? এখন করাবো নাকি কয়েকদিন পর?
বি.দ্র: আমার মাথাঘোরা দুর্বলতা বমি ভাব কোনো কিছু হচ্ছে না।
যদি ভিতরে না যায় তাহলে সম্ভবনা নেই। তবে আপনার যে অবস্থা সরাসরি ডাক্তার দেখানো উচিত।
vaiya amar pregegnent hoice hisabe 26 din to ami gorvopat korte cai amar koronio kaj ki??
Bacca to boro hoe gece...kno nosto korben....eta marattok oporad...
Tobe..akta osud ase...MM kit..ta khete paren
ভাইয়া আমার ১৫-২-২০২৩ এ I pill খেয়েছিলাম।আমার পিরিয়ডের ডেট ছিলো ১-৩-২০২৩ এ, কিন্তু এখনো পিরিয়ড হচ্ছে না। টেস্ট করার পর পজিটিভ আসছে। আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নই। এখন কি করতে পারি একটু পরামর্শ দিবেন দয়াকরে।
বাচ্চা নিয়ে নেন ভাল হবে। এমনি তে বাচ্চা নষ্ট করা মারাত্মক অপরাধ। তবে না রাখতে চাইলে একটা ঔষধ আছে তা হল MM Kit খেতে হবে। যে কোন ফার্মেসিতে পাবেন। খাওয়ার নিয়ম ঔষধ এর গায়ে লেখা থাকবে। না হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান
Dada amr baby 28month er. er moddhe bhul kore concieve hoye gche amr preiods irregular seijonno bujhte parini ...amr health valona baby newar condition nei baby nosto korechi 4din holo khub blood jajcche r amr baby feeding korche ekhono emot abosthy ki feeding korano thik...r ami ekhn kivabe sustho hobo kichu poramorso din....agei sorire blood kom weakness chilo...
Apnr j obosta.. Taratari akjon gaini doctor dekhan....valo akjon doctor er poramorso niye nin....
বাচ্চা নষ্ট করার পর মায়ের বুকে দুধ আসার কারন ও এখন করনি কি একটু জানাবেন প্লিজ।
বাচ্চা পেটে আসার কারণে দুধ আসছে। এখন আর কিছু করার নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
Isovent 200 mcg খাওয়ার পর Blood আসছে এখন কি বাচ্চা concept হওয়ার Chance আছে। pregnant এর ২ মাস হয় নাই এখনো
এভাবে বলা মুশকিল। আপনাকে টেস্ট করে দেখতে হবে এখন কি অবস্থায় আছে
Vaiya plzz amake akta ans koren..🥹.. Perion bondho na hoyeo ki bacca pete aste pare?. Naki period bondho howa ta nust?
Bondo howa ta must
Plzz amake akta ans din.. Sohobaser por period niyomito hosse... Tarporo ki baby aste pare? Mane arki, period bondho na hoyeo ki baby asar chans ase?
Naaa.... Nei...bby asle period bondo hoe jabe
ভাই আমার স্ত্রীর ১৭ তারিখ মাসিক শুরু হয় আর ২১ তারিখ শেষ হয় আমি ২২ তারিখ সহবাস করি আর আমার বীর্য ভিতরে পরে নি আমার বউ কি প্রেগন্যান্ট হবে
ভিতরে না পরলে তো প্রেগন্যান্ট হবে না