কিভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন |How to add bangla custom font in blogger

ব্লগারে কিভাবে বাংলা ফন্ট যুক্ত করবেন


ব্লগারে কিভাবে বাংলা ফন্ট যুক্ত করবে

কিভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন: আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা আশা করি তোমরা ভালই আছো। আজ একটি নতুন খুবই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম।

বর্তমান সময়ে  ইন্টারনেটে বাংলা ব্লগের পরিমাণ যেমন দিন দিন বেড়েই চলছে। মানুষ অনলাইনে আয়ের চিন্তা মাথায় রেখে দিন দিন ওয়েবসাইট বা  ব্লগের প্রতি আকৃষ্ট হচ্ছে।
তেমনি বাংলাদেশি মানুষরাও বসে নেই। তারা ও এখন ওয়েবসাইট বা ব্লগের প্রতি আকৃষ্ট হচ্ছে। ফলে দিন দিন বাংলা  ব্লগের সংখ্যা যেমন বাড়ছে  তেমনি বাংলাভাষী ব্লগের ভিজিটরের পরিমাণও অনেক বেড়েছে। সামপ্রতিক বেশ কিছুদিন আগে  গুগল থেকে আপডেট এসেছে যে এখন গুগল এর রোবট বাংলা ভাষা বুঝে তারা এখন বাংলা ব্লগে ও এডসেন্স   সাপোর্ট করে ফলে বাংলাভাষীদের জন্য  বিরাট সুখবর বটে।

আরো পড়ুনঃ বাংলায় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার উপায়

ব্লগে কেন কাস্টম বাংলা ফন্ট যুক্ত করবেন।

আমরা সবাই সুন্দর কে পছন্দ করে। প্রত্যেক ব্লগে ডিফল্ট বাংলা ফন্ট যুক্ত থাকে যা দেখতে সুন্দর বা স্পষ্ট নয়। ভিজিটরদের মনকে আকৃষ্ট করেনা।
দিনদিন বাংলা ব্লগ বেড়ে যাওয়ায় ভিজিটরের পরিমান ও বেড়েছে কয়েক গুণ। এতো পরিমাণ ভিজিটরের কথা চিন্তা করলে ব্লগে একটি  সুন্দর স্পষ্ট বাংলা ফন্ট থাকাটা জরুরি। কারণ বাংলা ফন্ট আমাদের বাংলা ভাষার সৌন্দর্য্য। এবং যা ভিজিটরদের কে আকৃষ্ট করে পড়তে ও সুবিধা রয়েছে।

বর্তমান লেখালেখির জন্য জনপ্রিয় দুটি প্লাটফর্ম রয়েছে। একটা হল গুগলের নিজস্ব প্লাটফর্ম ব্লগস্পট বা ব্লগার। যা সম্পূর্ণ ফী।
আরেকটি হল ওয়ার্ডপ্রেস যা পেইড।

ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম  ব্লগার , যার জন্য আমরা নিজেদের ইচ্ছা মত সব কিছু পরিবর্তন বা কোন কিছু যুক্ত করতে পারি না। । ওয়ার্ডপ্রেসের মতো  ব্লগারে  সহজেই নিজের ইচ্ছা মত  প্লাগইন ব্যাবহার করে ওয়েবসাইটে বাংলা ফন্ট বা যে কোন ফন্ট যুক্ত করা যায় না । ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করতে হলে কিছু জিনিস এড করতে হয় তা হল  css ও সহজ HTML কোডিং ।
আজকের আর্টিকেলে আমরা ব্লগারে বাংলার জনপ্রিয় সোলাইমান লিপি  বাংলা ফন্ট যুক্ত করা নিয়ে আলোচনা করবো।

ব্লগারে সোলাইমান লিপি বাংলা ফন্ট যুক্ত করুন

বাংলা ফন্ট এর মধ্যে সব থেকে জনপ্রিয় ফন্ট হচ্ছে সোলাইমান লিপি ফন্ট কেননা
আমরা যে বইগুলো পড়ি সেগুলোতে বেশির ভাগ সোলাইমান লিপি ফন্ট দিয়ে লেখা হয়ে থাকে। প্রায় বেশির ভাগ বাংলা ব্লগে এই সোলায়মান লিপি ফন্ট ইউজ করা হয়। 

তো বন্ধুরা এই সোলাইমান লিপি ফন্ট ব্যবহার করার জন্য আমাদের দুটি জিনিস লাগবে একটা হল


১. সোলাইমান লিপি HTML
২.সোলাইমান লিপি CSS

নিচে দেওয়া হলঃ

সোলায়মান লিপি HTML


<link href="https://cdn.rawgit.com/sh4hids/bangla-web-fonts/solaimanlipi/stylesheet.css" rel="stylesheet"/>


সোলাইমান লিপি CSS

font-family:SolaimanLipi;

কিভাবে বাংলা ফন্ট যুক্ত করবেন

সোলাইমান লিপি বাংলা ফন্ট যুক্ত করার জন্য প্রথমে থিম অপশনে যেতে হবে।
তারপর আপনার থিমটি ব্যাকআপ করে নিন কেননা যদি আপনার যুক্ত করতে সমস্যা হয় এই জন্য  আর ব্যাকআপ না করলে ও কোন সমস্যা নেই।
তারপর </head> লিখে সার্চ করুন।
ঠিক </head> এর উপর যে ফন্ট ব্যাবহার করতে চান সেই ফন্টটির HTML কোডটি বসিয়ে দিন।
প্রত্যেক ফন্ট এর আলাদা আলাদা HTML কোড রয়েছে। আপনি সোলাইমান লিপির HTML কোডটি বসিয়ে দিন।

HTML এর কাজ শেষ এখন আপনাকে   CSS এর কাজ এর কাজ করতে হবে। প্রথমেই
font-family: লিখে সার্চ করুন। সার্চ করলে দেখতে পারবেন font-family: এর পর অন্য একটি ফন্ট দেওয়া আছে।

অন্য ফন্টের জায়গায় আপনার কাঙ্খিত ফন্টের নাম অর্থাৎ CSS কোডটি বসিয়ে দিন। এভাবে প্রত্যেকটি font-family: এর পর আপনার কাঙ্ক্ষিত ফন্টের নাম অর্থাৎ আপনি যে ফন্ট ব্যবহার করতে চান ওই ফন্ট এর নাম বসিয়ে দিন।
মনে রাখবেন font-family:FontAwesome এবং font-family:Font Inherit এই দুইটা থাকলে সেটা পরিবর্তন করতে হবে না।

সবগুলো কাজ করার পর এবার আপনার টেমপ্লেটটি সেভ করে নিন । ফাইনালি আপনার সাইট ভিজিট করে দেখুন, আপনার ব্লগার সাইটে সোলাইমান লিপি বাংলা ফন্ট শো করছে।

শেষ কথা 

প্রিয় বন্ধুরা  আজ এ পর্যন্তই, আশা করি সবাই আজকের টিউটোরিয়াল দেখে একদম সহজে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করতে পারবেন। কারোর কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ করুন। অথবা নিচে কমেন্ট করুন।
ধন্যবাদ 

Next Post Previous Post
5 Comments
  • নামহীন
    নামহীন ১৩ সেপ্টেম্বর, ২০২১ এ ৫:৪৯ PM

    পোস্টের চারদিকে যে বাউন্ডারি দাগ থাকে
    সেটা কিভাবে রিমুভ করা যায়?

    • Admin
      Admin ১৪ সেপ্টেম্বর, ২০২১ এ ১:০১ AM

      ওইটা কোড বক্স এর মাধ্যমে

  • নামহীন
    নামহীন ২৭ আগস্ট, ২০২৩ এ ১:৫৮ PM

    আপনার এই ব্লগটি কি ব্লগার ডট কমে করা। দ্বিতীয় প্রশ্ন আপনার এই পোস্টের লেখাগুলি কোন ফন্টে করা। ভালো লাগছে দেখতে। ভালো থাকবেন।

    • Admin
      Admin ২৯ আগস্ট, ২০২৩ এ ৮:২১ AM

      ব্লগারে জেট থিমে করা। ফন্ট সোলাইমান লিপি

  • নামহীন
    নামহীন ৩০ আগস্ট, ২০২৩ এ ২:৫৬ AM

    আপনার এই সাইটের থিম টা দেওয়া যাবে?

Add Comment
comment url