এসএসসি রেজাল্ট চেক। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক : দীর্ঘ ২ মাস অপেক্ষার পর আজকে সেই অপেক্ষার পালা শেষ হতে চললো। ২০২৩ সালে যারা এসএসসি পরিক্ষা দিয়েছে তাদের কাঙ্ক্ষিত পরিক্ষার ফলাফল প্রকাশের দিন আজ। আজ সারা দেশে এক যোগে সকল এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তাই কিভাবে এসএসসি পরিক্ষার রেজাল্ট চেক করতে হয় বা রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট জানতে হয় তা নিয়ে আজকের এই আর্টিক্যাল।

এসএসসি রেজাল্ট চেক। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩

তোমরা সবাই চাইলে আমাদের ওয়েবসাইট পাঁচমিশালী.কম থেকে সবার আগে এসএসসি পরিক্ষার মার্কসিট সহ রেজাল্ট চেক করতে পারবে। তাই সবার আগে এসএসসির রেজাল্ট পেতে আমাদের ওয়েবসাইটের উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

এসএসসি পরিক্ষা সাধারণত প্রতি বছর ২ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে থাকে। কিন্তু করোনার কারণে সেশন জট এখনো শেষ হয়নি ফলে সেই পরিক্ষা শুরু হয় ৩০ এপ্রিল ২০২৩ এবং শেষ হয় ২৮ মে ২০২৩। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে এসএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশ করা হবে।

এসএসসি রেজাল্ট চেক ২০২৩

এসএসসি রেজাল্ট চেক করার ২ টি মাধ্যম রয়েছে। একটি হল অনলাইন আরেকটি হল অফলাইন। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আর অফলাইনে এসএমএস এর মাধ্যমে। সবার আগে রেজাল্ট প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করা হবে, তারপর বাংলাদেশের সকরকারি অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে।

মার্কশীট সহ এসএসসি ও দাখিল পরিক্ষার রেজাল্ট দেখুন ২০২৩ (সকল শিক্ষা বোর্ড)

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করার ২ টা পদ্ধতি দেখাবো একটি হল মার্কশীট সহ আরেকটি হল মার্কশীট ছাড়া। এসএসসি রেজাল্ট চেক করতে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন।

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অর্থাৎ এই লিঙ্কে প্রবেশ করুনঃ  www.educationboardresults.gov.bd
  • তারপর নিচের মত ওয়েব পেইজ শো করবে।
এসএসসি রেজাল্ট চেক। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩
  • তারপর Examination এই ঘরে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
  • তারপর Year এই ঘরে 2023 সিলেক্ট করুন।
  • তারপর Board এই ঘরে আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
  • এরপর আপনার এসএসসি রোল নম্বর দিন ।
  • তারপর আপনার রেজিষ্ট্রেশন নম্বর দিন ।
  • এরপর  নিচের খালি বাক্সে অংকটি সমাধান করে উত্তর লেখুন।
  • অবশেষে, Submit বাটনে ক্লিক করুন।
  • নিচে একটি নমুনা দেওয়া হল:
এসএসসি রেজাল্ট চেক। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

মার্কশীট সহ রেজাল্ট জানতে চাইলে নিচের উল্লেখিত ওয়েবসাইটে ঢুকে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।

  • মার্কশীট সহ রেজাল্ট বের করতে  এই লিঙ্কে প্রবেশ করুনঃ https://eboardresults.com/v2/home
  • তারপর নিচের ছবির মত একটি ফরম আসছে নিশ্চয়ই।
মার্কশীট সহ এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম
  • তারপর Examination এই ঘরে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
  • তারপর Year এই ঘরে 2023 সিলেক্ট করুন।
  • তারপর Board এই ঘরে আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
  • তারপর Result Type এই ঘরে Individual result সিলেক্ট করুন।
  • এরপর আপনার এসএসসি রোল নম্বর দিন ।
  • তারপর আপনার রেজিষ্ট্রেশন নম্বর দিন ।
  • তারপর Security key 4 Digit এর সংখ্যা নিচের ঘরে লিখতে হবে।
  • তারপর Get Result এ ক্লিক করুন।
  • তারপর আপনার কাঙ্ক্ষিত এসএসসি ফলাফল মার্কশীট সহ দেখতে পারবেন।
  • নিচে একটি নমুনা দেওয়া হল:
মার্কশীট সহ এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার অতিরিক্ত সার্ভার

এসএসসি রেজাল্ট এর দিন অতিরিক্ত লোড এর কারণে সার্ভার স্লো হয়ে যায় যার ফলে রেজাল্ট বের করতে সমস্যায় পড়তে হয় এবং কখনো রেজাল্ট চেক করা যায়না। তাই এই সমস্যা এড়াতে আমরা কয়েকটি সার্ভার শেয়ার করছি। যদি উপরিউক্ত ওয়েবসাইট গুলোতে রেজাল্ট দেখতে সমস্যা হলে নিচের সার্ভার গুলোতে ঢুকে চেষ্টা করুন।

  1. 103.230.104.222
  2. 103.230.107.235
  3. 103.230.104.203
  4. 103.230.107.233

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস এর মাধ্যমে ও এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। এই জন্য আপনার সিমে টাকা থাকতে হবে। এসএমএসের মাধ্যমে এসএসসি পরিক্ষার রেজাল্ট বের করার পদ্ধতি নিচে দেওয়া হল:
SSC <space> Your Board <space> Your Roll Number <space> 2023  send to 16222 

Example: SSC DHA 404766 2023 SEND 16222 

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট

শুধুমাত্র রোল নাম্বার মনে থাকলে তা দিয়ে ও এসএসসি রেজাল্ট করতে করবেন। এর জন্য ২ টা পদ্ধতি রয়েছে ২ টায় আপনাদের সাথে শেয়ার করেছি। 

১. প্রথমটি হল, উপরে মার্কশীট সহ রেজাল্ট চেক করার ওয়েবসাইটে এইখানে Registration Number (Optional) দেওয়া আছে। তার মানে এখানে রেজিষ্ট্রেশন নাম্বার না দিলে ও রেজাল্ট দেখতে পারবেন।

২. আরেকটি হল এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র পরিক্ষার নাম, বোর্ড, রোল নাম্বার দিয়ে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানতে পারবেন। যা উপরে দেখানো হয়েছে।

শেষ কথা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! আশা করি তোমরা উপরের নিয়ম গুলো অনুসরণ করে এসএসসি রেজাল্ট চেক অথবা রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করতে পারবে। যদি রেজাল্ট বের করতে কোন সমস্যা হয় বা বের করতে না পারো তাহলে কমেন্টে তোমাদের রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার ও বোর্ড এর নাম লিখে কমেন্ট কর। আমরা রেজাল্ট বের করে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক ছাড়া ও স্বাস্থ্য সংক্রান্ত ও অন্যান্য তথ্য শেয়ার করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url