Download Adobe Illustrator Bangla PDF Book 2022

Adobe illustrator book pdf free download : গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে Adobe illustrator। গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য প্রথম আপনাকে যা শিখতে হবে তা হচ্ছে Adobe Illustrator। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে Adobe Illustrator শেখা এক কথায় বলা যায়  বাধ্যতামূলক । আর তাই পরিপূর্ণ একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে Illustrator আপনাকে অবশ্যই শিখতেই হবে।

Download Adobe Illustrator Bangla PDF Book 2022

আপনি যদি ভালভাবে এটা শিখতে পারেন তাহলে অন্যদের থেকে আপনার দক্ষতা আরো বেড়ে যাবে। Adobe Illustrator শেখা শুরু করার আগে, আপনাকে আগে সঠিকভাবে এর টুলগুলো বোঝা এবং ব্যবহার করার নিয়ম জানা । টুলস সম্পূর্ণ জানা থাকলে আপনি তার ব্যবহার সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। কেননা টুল দিয়েই Illustrator এর সকল কাজ সম্পন্ন করতে হয়। তাই আপনি যদি প্রতিটি টুলসের ব্যবহার সঠিকভাবে জানেন এবং বুঝেন, তাহলে আপনি হয়ে উঠতে পারেন একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার।

adobe illustrator book pdf free download

আজকের এই আর্টিক্যালে আপনাদের জন্য  এডোবি ইলাস্ট্রেটরের ওপর এমনই একটি বই শেয়ার করবো যার মাধ্যমে আপনি ইলাস্ট্রেটরের প্রতিটি টুলসের সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বইটি যদি ভালভাবে আয়াত্ত করতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের এক ধাপ এগিয়ে যাবেন। তো চলুন আগে জেনে নেই Adobe Illustrator সম্পর্কে।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা ৫টি অ্যাপ 

What Is Illustrator? (ইলাস্ট্রেটর কি?):

Illustrator (ইলাস্ট্রেটর) একটি গ্রাফিক্স ডিজাইন করার প্যাকেজ প্রােগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন
করা যায়। সর্বপ্রথম এটা তৈরি করে বাজারজাত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। যার নাম হল Adobe Corporation। সেই কোম্পানির নাম অনুসারে নাম রাখা হয়  Adobe illustrator

Adobe Illustrator এর ব্যবহারঃ

(১) যে কোন কিছুর সুন্দর ডিজাইন উপস্থাপনায় Text বা লেখার কাজ করা যায়।
(২) পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ (কভার)পেইজ নিজের পছন্দমত তৈরি করা যায়।
(৩) Text (লেখা) এবং Picture/ Graphics (ছবি) কে একত্র করে নিজের মনের মত ডিজাইন করা যায়
(৪) ব্যানার, বিজ্ঞাপন, পােষ্টার, লিফলেট ইত্যাদি সুন্দর ডিজাইন করে বানানাে যায়।
(৫). ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড,স্টুডেন্ট আইডি, ইত্যাদি খুব সুন্দর করে মনের মত তৈরী করা যায়।

Adobe Illustrator বই রিভিউ:

  • বইয়ের নামঃ Adobe Illustrator 9.0 (ইলাস্ট্রেটর শেখার বাংলা বই)
  • পেজ সংখ্যাঃ ৩০
  • বইয়ের ধরণঃ পিডিএফ
  • ভার্সনঃ 9.0
  • তৈরি করেনঃ কামরুল হাসান রাব্বি

Illustrator Bangla PDF বইয়ে যা যা রয়েছেঃ

১। Illustrator এর সম্পূর্ণ বিস্তারিত নিয়ম ও এর ব্যবহার।
২। আপনি কোন কোন কাজে Illustrator ব্যবহার করতে পারবেন এবং কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন।
৩। Illustrator এর বিভিন্ন উইন্ডো পরিচিতি, যা নতুনদের জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়।
৪। প্রত্যেক টুল বক্স পরিচিতির মাধ্যমে গুরুত্বপূর্ণ সব টুলসের ব্যবহার ও কোন কাজে কোন টুল ব্যবহার করতে হয় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা।
৫। প্রতিটি টুলসের কাজ পৃথক পৃথকভাবে বর্ণনা ও কিভাবে কাজ করতে হয় তার উদাহরণসহ বিশ্লেষণ।
৬। মেনুবার কি? এবং এর ব্যবহার সম্পর্কে পূণাঙ্গ আলোচনা।
৭। সবশেষে এই বইটিতে ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে আপনি একজন দক্ষ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারেন, তার সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে

নিচে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে বইটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড/download/button

শেষ কথা

প্রিয় পাঠক!  আশা করি গ্রাফিক্স ডিজাইনের উপর এই adobe illustrator বইটি আপনাকে দক্ষ একজন গ্রাফিক্স ডিজাইনার হতে সাহায্য করবে। যে কোন বইয়ের পিডিএফ ডাউনলোড ফাইল প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url